‘মনস্টার হান্টার’ স্টার সিনেপ্লেক্সে

By স্টার অনলাইন রিপোর্ট
31 December 2020, 06:48 AM
UPDATED 31 December 2020, 12:53 PM

বছরের প্রথম দিনে স্টার সিনেপ্লেক্স দর্শকদের জন্যে আনছে হলিউডের আলোচিত সিনেমা ‘মনস্টার হান্টার’।

আইএমডিবি র‌্যাংকিংয়ে ছবিটি ১০ পেয়েছে ৫ দশমিক ২।

‘রেসিডেন্ট ইভেল’ ও ‘মর্টাল কমব্যাক্ট’ খ্যাত পরিচালক পল ডব্লিউ এস অ্যান্ডারসন এই ছবিটির পরিচালক।

জনপ্রিয় গেইম ক্যাপকম অবলম্বনে নির্মিত ছবিটিতে হলিউডের পাশাপাশি চীন ও জার্মানির লগ্নি রয়েছে।

যুক্তরাষ্ট্রের এলিট মিলিটারি ফোর্সের ওয়ার্ম হোল ভ্রমণ ও মনস্টারের মুখোমুখি হওয়ার কাহিনি নিয়ে ক্যাপকমের এই ভিডিও গেম।

মজার ব্যাপার হলো ‘রেসিডেন্ট ইভেল’ ছবির কাহিনিও তৈরি হয়েছিল কম্পিউটার গেইম থেকে।

‘মনস্টার হান্টার’ এরইমধ্যে যুক্তরাষ্ট্র, চীনসহ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। এটি যুক্তরাজ্যে মুক্তি পাবে ২৯ জানুয়ারি।

মুক্তির আগে থেকে আলোচিত ছবিটি মুক্তির পরও দর্শকদের আলোচনায় রয়েছে। মহামারির মধ্যেও প্রত্যাশার চেয়ে বেশি দর্শক হলে গিয়ে ছবিটি দেখছেন।

ছবির অন্যতম আকর্ষণ জনপ্রিয় অভিনেত্রী মিলা জেভোভিচ। ‘রেসিডেন্ট ইভেল’ অভিনেত্রী ‘মনস্টার হান্টার’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

এতে আরও অভিনয় করেছেন টনি জা, টিপ হ্যারিস, ম্যাগান গুড, দিয়েগো বোনেতা, জোশ হেলম্যান ও রন পার্লম্যান।

ছবিটিতে বিতর্কিত কৌতুকের কারণে চীনের সিনেমা হল থেকে সরানো হয়েছে ‘মনস্টার হান্টার’। স্থানীয় দর্শকদের অভিযোগ এ সিনেমায় তাদের ব্যঙ্গ করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

মুক্তির প্রথম দিনেই চীন থেকে সিনেমাটি প্রায় ৫২ লাখ ডলার আয় করেছে। যা করোনার বাজার হিসেবে বেশ ভালো অংক। পরে কৌতুকের অংশটি সিনেমা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে।