নতুন বছরে নতুন গান

By স্টার অনলাইন রিপোর্ট
1 January 2021, 11:25 AM
UPDATED 1 January 2021, 17:34 PM

বিদায়ী বছর সংগীতের জন্য তেমন সুখকর ছিল না। করোনা মহামারির কারণে নতুন গানও খুব বেশি হয়নি। এ কারণেই ২০২১ সালের দিকে তাকিয়ে আছে সংগীত সংশ্লিষ্ট অনেকেই। নতুন বছরে সংগীতের খবর নিয়ে দ্য ডেইলি স্টার অনলাইনের এই প্রতিবেদন।

নতুন বছরের প্রথম দিনে শ্রোতাদের জন্য ‘অঞ্জনা’ শিরোনামের নতুন একটি গান করেছেন করছেন মনির খান। মিল্টন খন্দকারের কথা ও সুরে গানটি এমকে মিউজিক-২৪  নামের একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

মনির খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘আমি অঞ্জনাকে নিয়ে এর আগে ৪৩টি গান করেছি। আমার গান যারা যারা পছন্দ করেন তারা এই গান শুনতে চান। তাদের চাহিদার কারণেই প্রতি বছর শুরুতেই গান করার পরিকল্পনা করি।’

আরেক শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইমরানের ‘তুমি পাশে থাকলে’ শিরোনামে একটি নাটকের গান প্রকাশিত হয়েছে আজ। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। গানটি প্রকাশ করেছে জি সিরিজ।

ইমরান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘গত বছর মহামারির মধ্যে শ্রোতারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি মুগ্ধ। চলচ্চিত্র, অডিও সব গানেই ভালোবাসা পেয়েছি। নতুন গান ‘তুমি পাশে থাকলে’ শ্রোতারা পছন্দ করবে আশা করছি।’

মুহাম্মদ মিলনের গাওয়া নতুন গান ‘সাধের ময়না’র মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটির মিউজিক ভিডিওর গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহিন আওলাদ। রঙ্গন মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে গানটি।

বাংলা গানের উৎকর্ষ সাধনে ভূমিকা রাখতে ধ্রুব মিউজিক স্টেশন গত বছর আয়োজন করে নিজের লেখা, সুরে, নিজের গাওয়া গান নিয়ে প্রতিভা অন্বেষণ ‘ধ্রুব মিউজিক আমার গান’। আজ ১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বিজয়ী ৩০ জনের নাম ঘোষণা করা হবে।