ভক্তদের জন্য ফাহমিদা নবীর উপহার

By স্টার অনলাইন রিপোর্ট
3 January 2021, 18:00 PM
UPDATED 4 January 2021, 00:09 AM

লুকোচুরি লুকোচুরি গানটি গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন তারকা কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। আরও অনেক শ্রোতাপ্রিয় গান রয়েছে তার। আজ সোমবার জনপ্রিয় এই শিল্পীর জন্মদিন।

ভক্তদের কথা ভেবে জন্মদিন উপলক্ষে নতুন একটি গান করেছেন তিনি। আজ দিনের যেকোনো সময় নিজের ফেসবুক পেইজে গানটি প্রকাশ করবেন ফাহমিদা নবী।

কিছুদিন পর গানটি ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হবে।

নতুন গানটি গীতিকার আনিসুজ্জামান জুয়েল এবং সুর করেছেন বর্ণ চক্রবর্তী।

ফাহমিদা নবী দ্য ডেইলি স্টারকে গতকাল রোববার রাতে বলেন, সুন্দর একটি গান করেছি। গানের কথা চমৎকার। সুরও দারুণ। আমিও চেষ্টা করেছি ভালো গাওয়ার।

তিনি আরও বলেন, বিশেষ দিনে গানটি ভক্তদের জন্য আমার উপহার হিসেবে থাকছে। আশা করছি সবাই ভালো গানের পাশে থাকবেন।