সুরের জাদুকর এ আর রহমান

By স্টার অনলাইন ডেস্ক
6 January 2021, 05:59 AM
UPDATED 6 January 2021, 12:01 PM

সুরের বিস্ময়কর এক জাদুকরের নাম এ আর রহমান। সুরের মুর্ছনায় তিনি জয় করেছেন পুরো বিশ্ব। আজ ৬ জানুয়ারি এই ভারতীয় সুরকার, সংগীতশিল্পীর ৫৪তম জন্মদিন।

ভারতের মানুষ তাকে ডাকে ‘দ্য মোৎসার্ট অব মাদ্রাজ’ নামে।

২০২০ সালের ২৮ ডিসেম্বর মা করিমা বেগমকে হারিয়েছেন রহমান। তার সংগীতের অনেকখানি জুড়ে ছিলেন তার মা।

১৯৬৬ সালের ৬ জানুয়ারি চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার পারিবারিক নাম ছিল এএস দিলীপ কুমার। ধর্মান্তরের পর তার নাম রাখা হয় আল্লাহরাখা রহমান, যা সংক্ষেপে এ আর রহমান।

ব্যক্তি জীবনে তার সহধর্মিনীর নাম সায়রা বানু। এই দম্পতির ঘরে রয়েছে তিন সন্তান- খাদিজা, রহিমা ও আমান।

১৯৯২ থেকে ২০০৯ সাল পর্যন্ত এ আর রহমান তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম, মারাঠি, কন্নড়, ম্যান্ডারিন ও ইংরেজি ভাষায় দর্শকদের উপহার দিয়েছেন ২০০-এর বেশি গান ও অ্যালবাম।

এ আর রহমানের সংগীত বলিউড সিনেমাকে দিয়েছে ভিন্ন স্বাদ ও অভিজ্ঞতা। এরই স্বীকৃতিস্বরূপ মণি রত্নমের ‘রোজা’ সিনেমার দুটি গান জিতে নিয়েছিল দুটি গ্র্যামি অ্যাওয়ার্ড! জিতেছেন একটি বাফটা, গোল্ডেন গ্লোব, চারটি ন্যাশনাল অ্যাওয়ার্ড ও ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার। তবে এ আর রহমানের জীবনের অন্যতম সেরা অর্জন অস্কার।

২০০৯ সালের ৮১তম অস্কার আসরে ‘স্লামডগ মিলিনিয়র’ সিনেমার জন্য মিউজিক কম্পোজার হিসেবে সেরা অরিজিনাল মিউজিক স্কোর ও সেরা অরিজিনাল সং ‘জয় হো’ গানের জন্য ডাবল অস্কার জেতেন তিনি। ২০১০ সালে ‘পদ্ম ভূষণ'-এ সম্মনিত হয়েছেন এ আর রহমান।