তামিল সুপারস্টারের বিপরীতে ক্যাটরিনা

By স্টার অনলাইন ডেস্ক
11 January 2021, 10:38 AM
UPDATED 11 January 2021, 16:49 PM

নতুন বছরে সুপারহিরো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ। তার বিপরীতে থাকছেন তামিল সুপারস্টার বিজয় সেতুপতি।
বলিউড হাঙ্গামার খবরে বলা হয়, চলতি বছরেই নতুন এই সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এটি ভারতীয় প্রথম নায়িকাকেন্দ্রিক সুপারহিরো সিনেমা।
‘সুপার সোলজার’ নামের এই সিনেমার পরিচালক শ্রীরাম রাঘাওয়ান। বিগ বাজেটে এই ছবিতে থাকছে অনেক চমক।
ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এবছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে আছেন অক্ষয় কুমার।