বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

By স্টার অনলাইন রিপোর্ট
12 January 2021, 07:16 AM
UPDATED 12 January 2021, 16:19 PM

বিয়ে করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। বিয়ের বিয়ষটি আজ মঙ্গলবার হাবিব নিজেই দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তার স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা।

আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাবিব ওয়াহিদ লিখেছেন, ‘প্রিয় অনুরাগীরা, আমি আমার ব্যক্তিগত জীবনে একটি খুব আকস্মিক খবর আপনাদের সঙ্গে ভাগ করতে চাই। সম্প্রতি, আমি বিয়ে করেছি এবং আমার স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সকলেই জানেন যে, বিশ্বব্যাপী মহামারির কারণে পুরো বিশ্বে বর্তমানে খুব খারাপ সময়ে কাটছে, এই কারণেই বিষয়টি সেভাবে কাউকে জানানো হয়নি। সবাই দোয়া করবেন।’