সিনেমার মাহিয়া মাহি মিউজিক ডিডিওতে মডেল

By স্টার অনলাইন রিপোর্ট
14 January 2021, 12:14 PM
UPDATED 14 January 2021, 18:16 PM

বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি এবার একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সিনেমা বাইরে এই প্রথমবার তাকে মিউজিক ভিডিওর মডেল হিসেবে দেখা যাবে।

ধ্রুব গুহের গাওয়া গান ‘দাগা’-এর মিউজিক ভিডিওতে মডেল হচ্ছেন মাহি। প্রিন্স রুবেলের কথা ও সুরে গানটি পরিচালনা করছেন রায়হান রাফি।

আগামী ফেব্রুয়ারি অথবা মার্চে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন ধ্রুব গুহ।

মাহিয়া মাহি অভিনীত সিনেমা  ‘নবাব এলএলবি’ মুক্তি পেয়েছে কিছুদিন আগে।  মুক্তির অপেক্ষায় আছে ‘আনন্দ অশ্রু’ সিনেমাটি। বর্তমানে তিনি ‘আশীর্বাদ’ নামের একটি সিনেমার শুটিং করছেন। এ ছাড়া, ‘যাও পাখি বলো তারে’ নামের একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন মাহি।