২৯০ কোটি রুপি বাজেটের সিনেমায় হৃত্বিক-দীপিকা

By স্টার অনলাইন রিপোর্ট
15 January 2021, 12:30 PM
UPDATED 15 January 2021, 22:49 PM

বলিউডে এবার জুটি বেধে অভিনয় করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশান ও দীপিকা পাডুকোন। কিছুদিন আগে নিজের জন্মদিনে নতুন সিনেমা ‘ফাইটার’-এর কথা জানান হৃত্বিক। এতে হৃত্বিকের বিপরীতে দেখা যাবে দীপিকাকে।

সিনেমাটির জন্য প্রাথমিকভাবে বাজেট ধরা হয়েছে ২৯০ কোটি রুপি বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা। সিনেমাটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

এতে দেখা যাবে চমৎকার চমৎকার সব অ্যাকশন সিকুয়েন্স। এর গল্পে ভারতীয় জাতীয়তাবোধের নানা বিষয় তুলে ধরা হবে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর এটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই মুহূর্তে ‘পাঠান’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছে। পাঠান সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন।