কঠোর করোনাবিধি মেনে বরুণ ধাওয়ানের বিয়ে

By স্টার অনলাইন ডেস্ক
24 January 2021, 09:39 AM
UPDATED 24 January 2021, 15:41 PM

দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। কঠোর করোনাবিধি মেনেই বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে।

জি নিউজের খবরে বলা হয়েছে, আজ রোববার তাদের বিয়ে। মুম্বাইয়ের সমুদ্র তীরবর্তী আলীবাগের একটি পাঁচ তারকা হোটেলে সাত পাকে বাঁধা পড়বেন এই প্রেমিকযুগল।

বলিউডের বিখ্যাত পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলের বিয়েতে অতিথি হিসেবে থাকছেন সালমান খান, করণ জোহর, আলিয়া ভাট, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফসহ অনেকেই। করোনা পরিস্থিতি মাথায় রেখেই আমন্ত্রিত অতিথির তালিকা ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। আর উপস্থিত অতিথিদের জমা দিতে হবে করোনা নেগেটিভ সনদ।

বিয়ের ভেন্যুতে মোবাইল ও ক্যামেরার ওপরে থাকছে নিষেধাজ্ঞা। কর্মীরা কোনোভাবেই যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারেন তার জন্য নেওয়া হয়েছে ব্যবস্থা।

কুনাল রাওয়ালের ডিজাইন করা পোশাকে বরুণ ধাওয়ান এবং নিজের ডিজাইন করা পোশাকে নাতাশা দালাল বসবেন বিয়ের পিঁড়িতে।