৭ পরিচালকের এক সিনেমায় নায়িকা ববি

By স্টার অনলাইন রিপোর্ট
1 February 2021, 12:00 PM
UPDATED 1 February 2021, 18:04 PM

মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে এবার সিনেমা নির্মিত হচ্ছে। এই সিনেমাটির নাম ‘রণযোদ্ধা’। সাত জন পরিচালক এটি নির্মাণ করবেন। চলতি মাসেই সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে।

সাত বীরশ্রেষ্ঠের ভূমিকায় কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে, এতে নায়িকা হিসেবে থাকছেন ববি।

ববি আজ সোমবার বিকালে দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

এই সিনেমার পরিচালকরা হচ্ছেন- কাওসার মাহমুদ, সানী সানোয়ার, গৌতম কৈরী, কামরুল ইসলাম রিফাত, সাকিব সনেট, রাইসুল ইসলাম অনিক, রাশিদ পলাশ।

সিনেমাটি প্রযোজনা করবে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট ও পুণ্য ফিল্মস।