ভালোবাসা দিবসে নোবেলের কন্ঠে ‘অসহায়’

By স্টার অনলাইন রিপোর্ট
2 February 2021, 10:28 AM
UPDATED 2 February 2021, 16:33 PM

‘অভিনয়’ শিরোনামের গানের পর এবার ‘অসহায়’ নামের আরেকটি নতুন গান নিয়ে আসছেন সারেগামাপা-খ্যাত শিল্পী নোবেল।

আসন্ন ভালোবাসা দিবসে তার নতুন গানের মিউজিক ভিডিওটি সাউন্ডটেক থেকে  প্রকাশিত হবে। আহমেদ রিজভীর কথায় গানটির সুর করেছেন আহম্মেদ হুমায়ুন।

গীতিকার আহমেদ রিজভী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, ‘আমাদের “অভিনয়”গানটি অনেক ভালো সাড়া পেয়েছে। আশা করছি “অসহায়” গানটিও ভালো হবে। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে গানটি আগামী ১২ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।’

সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, ‘শ্রোতাদের ভালো ভালো গান উপহার দিতে চাই। এই ভালোবাসা দিবসে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি গান প্রকাশ হবে। এর মধ্যে নোবেলের “অসহায়” গানটি রয়েছে।’