বাংলাদেশের সিনেমায় ভারতের ৩ অভিনেতা

By স্টার অনলাইন রিপোর্ট
6 February 2021, 08:22 AM
UPDATED 6 February 2021, 14:25 PM

বাংলাদেশের এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ভারতের তিন অভিনেতা। ইতোমধ্যে তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে আজ শনিবার দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন ছবির অন্যতম নায়ক অনন্ত জলিল।

সিনেমার নাম ‘নেত্রী: দ্য লিডার’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন বর্ষা।

চুক্তিবদ্ধ তিন জনের একজন হলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা কবির দুহান সিং। তার অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে- ‘কিক-২’, ‘ভেদালাম’, ‘ডিক্টেটর’, ‘সরদার গাব্বার সিং’, ‘সুপ্রিম’, ‘কাঞ্চনা-৩’ ইত্যাদি।

অন্যজন ভোজপুরী অভিনেতা রবি কিষান। ২০০৬ সালে রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে বেশ পরিচিতি পান । ২০১২ সালে ‘ঝলক দিখলা যা’ প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন। বর্তমানে ভারতের সংসদ সদস্য তিনি। তার অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে- ‘সবচে বড়া চ্যাম্পিয়ন’, ‘লাকি: দ্য রেসার’, ‘মারজাভান’, ‘বাটলা হাউজ’ ইত্যাদি।

অপরজন হলেন প্রদীপ রাওয়াত। দক্ষিণ ভারতের এই অভিনেতা আমির খানের সুপারহিট ছবি ‘গজনী’র ভিলেন ছিলেন।

আগামী ৭ ফেব্রুয়ারি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এ ছবির মহরত অনুষ্ঠিত হবে।