অস্কারে ‘বেস্ট শর্ট ফিল্ম’ বিভাগে মনোনীত বিদ্যা বালানের সিনেমা

By স্টার অনলাইন রিপোর্ট
6 February 2021, 12:08 PM
UPDATED 6 February 2021, 18:12 PM

চলতি বছর অস্কারে ‘বেস্ট শর্ট ফিল্ম’ বিভাগে মনোনীত হয়েছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘নটখট’। এই সিনেমাটি লিঙ্গবৈষম্যের ওপর নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন শান ব্যাসে।

আজ শনিবার ভারতের গণমাধ্যম জিনিউজ এ তথ্য জানিয়েছে।

বিদ্যা বালান টুইট করেন, ‘অস্কার মনোনয়নের খবরে আমি দারুণভাবে উচ্ছ্বসিত। অস্কারে মনোনয়ন অবশ্যই আমার জন্য বাড়তি অনুপ্রেরণা।’

 

‘নটখট’ সিনেমাটিতে বিদ্যা বালান ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী সানিকা। মুক্তির পর থেকেই ‘নটখট’ ভারতসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।