অনেক ভুগেছি সোজাসাপ্টা কথা বলার জন্য: ফারিয়া শাহরিন

জাহিদ আকবর
জাহিদ আকবর
8 February 2021, 07:38 AM
UPDATED 8 February 2021, 13:41 PM

বর্তমানে তার ফারিয়া শাহরিনের চেয়ে ‘অন্তরা’ নামটা বেশি জনপ্রিয়। কারণ, কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে তৃতীয় সিজন থেকে অভিনয় করছেন তিনি। তার আগে সবাই তাকে চিনতো ‘কথা দিলাম’ ফারিয়া নামে। একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়ে এই পরিচিতি ছড়িয়ে পড়ে তার।

ফারিয়া শাহরিন ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন। দেশের বাইরে মালয়েশিয়ার মিডিয়া মার্কেটিং বিষয়ে পড়াশোনা শেষ করে ২০১৯ সালে দেশে ফিরেছেন। কিছুদিনের বিরতি নিয়ে বর্তমানে অভিনয়ে নিয়মিত তিনি। সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে তার বর্তমান সময়ের ব্যস্ততার গল্প।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?

নাটকটিতে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া পাচ্ছি। দেশের বাইরের বন্ধুরা অপেক্ষায় থাকে এই নাটকের জন্য। বাইরে গেলে সবাই আমাকে এখন ‘অন্তরা’ নামে ডাকে। আমার অভিনয়, নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলা দর্শকরা খুবই পছন্দ করেছে। এতো এতো মানুষ ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দেখে, পছন্দ করে সেটাতো কল্পনাতেও ছিলো না।

নিশ্চয় আরও অনেক কাজের প্রস্তাব পাচ্ছেন?

প্রতিদিন অনেক কাজের প্রস্তাব আসছে। কিন্তু আমি আমার সিদ্ধান্ত বদল করেছি। এখন থেকে বেছে বেছে কাজ করবো। যদিও প্রথম থেকেই বেছে কাজ করতাম। কিন্তু এখন আরও বেশি মনোযোগী হবো নতুন কাজের বিষয়ে। নিজের চরিত্র, গল্প দেখে অভিনয় করবো।

‘আকাশ কত দূরে’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। তারপর আর সিনেমায় দেখা যায়নি আপনাকে। কেন?

মানসম্মত সিনেমার প্রস্তাব পেলে অবশ্যই করব। এখন যেসব সিনেমা হয় সেগুলো নাচ-গানে ভরপুর। এমন বাণিজ্যিক সিনেমায় অভিনয় করব না। গল্প নির্ভর সিনেমা হলে করতে রাজি আছি। সে কারণেই আমার অনেক সিনেমা করা হয়নি। আমাকে কেন শুধুমাত্র একটা সিনেমায় দেখা গেছে আশা করি সেটা বোঝাতে পেরেছি।

সোজাসাপ্টা কথা বলার জন্য আপনার বেশ সুনাম আছে।

এই কারণে অনেক মানুষের বিরাগভাজন হয়েছি। এ নিয়ে আর বলতে চাই না। এখন শুধু দেখে যাই, কিছুই বলি না। কারণ অনেক ভুগেছি এই সোজাসাপ্টা কথা বলার জন্য।

আপনার প্রেম, বিয়ে নিয়ে জানতে চাই।

প্রেম, বিয়ে নিয়ে কিছুই বলবো না। কার সঙ্গে প্রেম সেটা এখনই জানাতে চাই না। তবে একটা কথা বলি, বিয়ে করতে হলে প্রেম করেই বিয়ে করবো। এইটুকু একেবারে সত্য।

বর্তমানের ব্যস্ততা কী নিয়ে?

কয়েকদিন ধরে একটু অসুস্থ। বাইরে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। করোনা টেস্ট করিয়েছি, নেগেটিভ এসেছে। এটা নিয়েই একটু ভয়ে ছিলাম। এখনও শরীর খানিকটা দুর্বল। সবকিছু ঠিকঠাক হলে আবার কাজ শুরু করবো। অসুস্থ হওয়ার আগে কয়েকটা নাটকের শুটিং করেছি।