ভালোবাসা দিবসের ৬ নাটকে অপূর্ব

By স্টার অনলাইন রিপোর্ট
14 February 2021, 07:59 AM
UPDATED 14 February 2021, 14:02 PM

আজ ভালোবাসা দিবসে দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ছয়টি নাটক বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

মাহমুদুর রহমান হিমি পরিচালিত ও অপূর্ব অভিনীত ‘ভুলবশত’ নাটকটি আজ জি সিরিজ ইউটিউব চ্যানেলে দেখা যাবে। নাটকে তার বিপরীতে আছেন সাবিলা নূর।

সাগর জাহান পরিচালিত ‘মেঘ দেখাবো তোমায়’ নাটকটি আজ রাত সাড়ে ৯টায় বাংলা ভিশনে প্রচারিত হবে। নাটকে তার বিপরীতে আছেন তাসনিয়া ফারিন।

নাজমুল রনি পরিচালিত ‘মেডেল’ নাটকটি আজ সন্ধ্যে পৌনে ৭টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে। এ নাটকটিতেও অপূর্বের সঙ্গে আছেন সাবিলা নূর।

মহিদুল মহিম পরিচালিত ‘টিপু সুলতানা’ প্রচারিত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এখানেও বিপরীতে সাবিলা নূরকে দেখা যাবে।

এ ছাড়াও, সঞ্জয় সমাদ্দার পরিচালিত ও অপূর্ব অভিনীত ‘কভার পেজ’ নাটকটিও আজ ভালোবাসা দিবসে প্রচারিত হবে।