শাকিবের নায়িকা কলকাতার দর্শনা

By স্টার অনলাইন রিপোর্ট
19 February 2021, 15:58 PM
UPDATED 19 February 2021, 21:59 PM

আগামী ঈদকে সামনে রেখে নির্মিত হতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা  ‘অন্তরাত্মা’। এতে নায়িকা হিসেবে থাকছেন কলকাতার দর্শনা বণিক।

আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেন সিনেমার সংলাপ রচয়িতা ফেরারী ফরহাদ।

‘অন্তরাত্মা’ সিনেমাটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন এবং প্রযোজনা করছে তরঙ্গ এন্টারটেইনমেন্টের কর্ণধার সোহানী হোসেন।

গত বুধবার ১৭ ফেব্রুয়ারি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এই সিনেমাতে শাকিব খানকে চুক্তিবদ্ধ করেন প্রযোজক সোহানী হোসেন। আগামী ১ মার্চ থেকে এর শুটিং শুরু হবে।

ফেরারী ফরহাদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘১ মার্চ থেকে পাবনায় শুটিং শুরু হবে। কলকাতার নায়িকা দর্শনাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। সিনেমাটি ঈদে মুক্তির কথা আছে।’

গতকাল তপু খান পরিচালিত ‘লিডার আমিও বাংলাদেশ’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে তার বিপরীতে আছেন শবনম বুবলী। আরটিভি প্রযোজিত সিনেমাটির শুটিং শিগগির শুরু হবে বলে জানা গেছে।