‘বিগ বস’ চ্যাম্পিয়ন রুবিনা

By স্টার অনলাইন ডেস্ক
22 February 2021, 09:16 AM
UPDATED 22 February 2021, 15:17 PM

ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৪তম আসরের চ্যাম্পিয়ন হলেন অভিনেত্রী রুবিনা দিলাইক।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার রাতে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানটির সঞ্চালক বলিউড সুপারস্টার সালমান খান।

প্রতিযোগিতার ফাইনালে রুবিনা ছাড়াও টিকে ছিলেন রাহুল, আলী গণি, রাখি সাওয়ান্ত ও নিক্কি তামবলি।

ফাইনালের আগেই প্রতিযোগিতা থেকে আগেই সরে যান ভারতীয় অভিনেত্রী ও মডেল রাখি সাওয়ান্ত।

ভারতে লকডাউন তুলে নেওয়ার পর শুরু হয় বিগ বসের ১৪তম আসর। এবারের ফাইনালে সালমান খান, নোরা ফাতেহি ও পাঁচ প্রতিযোগীর পারফরমেন্স মাতিয়ে রেখেছিল দর্শকদের।