অমিতাভ বচ্চন অসুস্থ, নিজেই জানালেন সার্জারির কথা!

By স্টার অনলাইন রিপোর্ট
28 February 2021, 15:32 PM
UPDATED 28 February 2021, 21:33 PM

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন আবারও অসুস্থ হয়েছেন। গত কয়েকদিন ধরে তার শরীর ভালো যাচ্ছে না। খুব শিগগির সার্জারি করাতে হবে। নিজের ব্লগ পোস্টে এমন খবর নিজেই জানিয়েছেন অমিতাভ বচ্চন।

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অমিতাভ বচ্চন লেখেন, ‘অসুস্থ… সার্জারি লিখতে পারছি না।’

একটি টুইটও করেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি লেখেন, ‘কিছু একটা প্রয়োজনের চেয়ে বড় হয়ে গেছে। এটাকে কেটে ফেলে ঠিক করতে হবে। জীবনের ভবিষ্যতের জন্য এটাই সিদ্ধান্ত। কালকেই জানতে পারব সেটা কেমন।’

জিনিউজ, ফিল্মফেয়ারসহ ভারতের একাধিক গণমাধ্যম তার অসুস্থতার সংবাদ প্রচার করেছে।

এর আগে, ২০২০ সালের জুলাই মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। ২২ দিন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন এই কিংবদন্তি।