করোনায় আক্রান্ত চিত্র পরিচালক কাজী হায়াৎ

By স্টার অনলাইন রিপোর্ট
11 March 2021, 12:12 PM
UPDATED 11 March 2021, 18:50 PM

করোনায় আক্রান্ত হয়েছেন চিত্র পরিচালক কাজী হায়াৎ। গত ৯ মার্চ রাতে তিনি স্ত্রীসহ করোনা পজিটিভ বলে রিপোর্ট হাতে পেয়েছেন। বর্তমানে তারা দুজনে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে কাজী হায়াৎ বলেন, ‘একটুখানি জ্বর ছাড়া আর কোনো শারীরিক সমস্যা হচ্ছে না। কয়েকদিন আগে হঠাৎ আমার জ্বর আসে। জ্বর কমছে না দেখে স্ত্রীসহ করোনা পরীক্ষা করি। আমাদের করোনা পজিটিভ এসেছে। গত ২ মার্চ রাজধানীর মগবাজারের একটি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছি।’

কাজী হায়াৎ গত কয়েকদিন যাবৎ ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আসছিলেন।

তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বীর’। শাকিব খান অভিনীত ‘বীর’ তার পরিচালিত ৫০তম সিনেমা।