নতুন সিনেমায় পরীমনি-সিয়াম

By স্টার অনলাইন রিপোর্ট
14 March 2021, 14:45 PM
UPDATED 14 March 2021, 20:48 PM

আবারও জুটি হয়ে সিনেমায় আসছেন সিয়াম ও পরীমনি। ছবির নাম ‘বায়োপিক’।

এর আগে, ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেছিলেন। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির গল্প পরিচালক সঞ্জয় সমদ্দারের লেখা। এটি তার প্রথম সিনেমা হতে যাচ্ছে।

এই সিনেমায় সিয়াম ও পরীমনির চুক্তির বিষয়টি বেঙ্গল মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারতে নিশ্চিত করেছে। আগামী কোরবানির ঈদের পর সিনেমাটির শুটিং শুরু হবে।

পরীমনি বলেন, ‘ছবির গল্প, চরিত্র আমার অনেক ভালো লেগেছে। এ কারণে অভিনয় করতে রাজি হয়েছি। আশাকরি গোছানো একটা কাজ হবে। বাকিটা বলতে পারবো ছবির শুটিং শেষ হলে।’

সিয়াম বলেন, ‘আরটিভি চ্যানেলে প্রথম উপস্থাপনা করেছি। এবার তাদের প্রযোজিত ছবিতে অভিনয় করবো। আমার অনেক ভালো ঘটনা আছে তাদের সঙ্গে। সিনেমাতে পরীমনির মতো এমন একজন অভিনেত্রী আছে। আশা করছি সবমিলিয়ে দারুণ কিছু হবে।’