সেন্সর বোর্ডে নিষিদ্ধ ‘মেকআপ’ আসছে ওটিটি প্ল্যাটফর্মে

By স্টার অনলাইন রিপোর্ট
15 March 2021, 07:33 AM
UPDATED 15 March 2021, 13:35 PM

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘মেকআপ’ ছবিটি ‘অপ্রদর্শনযোগ্য’ বা নিষিদ্ধ বলে জানিয়েছে। বোর্ডের এমন সিদ্ধান্তের পর পরিচালক অনন্য মামুন সেই ‘অপ্রদর্শনযোগ্য’ ছবিটি আগামী ২১ মার্চ মুক্তি দিতে যাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে।

এ বিষয়ে অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে আজ সোমবার বলেন, ‘মেকআপ ছবিটা আমরা আবার দেখেছি। গল্পের কোথাও কাউকে ছোট করার মতো কিছু আছে, এমন দেখতে পেলাম না। তাই আমরা ছবিটা অনলাইনে মুক্তি দিচ্ছি। আগামী ২১ মার্চ রাত ৮টায় আই থিয়েটারে সিনেমাটি মুক্তি পাবে। যারা এই সিনেমাটি দেখতে আগ্রহী তারা আই থিয়েটার অ্যাপে দেখতে পাবেন।’

চলচ্চিত্র শিল্পীদের জীবন নিয়েই তৈরি হয়েছে ‘মেকআপ’। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জিসহ অনেকেই।

‘মেকআপ’ ছবিতে চলচ্চিত্রশিল্পীদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছে বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড। বোর্ড বলছে, জনসাধারণের মাঝে ছবিটি প্রদর্শনযোগ্য নয় এবং এ বিষয়ে সেন্সর বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: সেন্সর বোর্ডে নিষিদ্ধ ‘মেকআপ’

মেকআপ সিনেমা ‘অপ্রদর্শনযোগ্য’, জানিয়েছে সেন্সর বোর্ড