মিরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কনসার্টে জেমস

By স্টার অনলাইন রিপোর্ট
17 March 2021, 09:48 AM
UPDATED 17 March 2021, 15:50 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরে আয়োজিত একটি কনসার্টে অংশ নিচ্ছেন ব্যান্ড তারকা জেমস।

আজ বৃহস্পতিবার রাতে মিরপুরে সিটি ক্লাব মাঠে আয়োজিত কনসার্টে গাইবেন তিনি।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ “ঢাকা-১৬ আসনের জনগণ” ব্যানারে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কনসার্টে গান গাইবেন জেমস ভাই। কনসার্টটির ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।’

করোনা মহামারিতে এক বছরের বিরতি ভেঙে গত ১২ মার্চ মিরপুরে অপর একটি কনসার্টে অংশ নিয়ে স্টেজ শো শুরু করেন জেমস।

এর এক সপ্তাহ পর আজ রাতে আবার আরেকটি কনসার্টে অংশ নিচ্ছেন তিনি।