প্রেক্ষাগৃহে জয়া অভিনীত প্রথম থ্রিডি সিনেমা ‘অলাতচক্র’

By স্টার অনলাইন রিপোর্ট
19 March 2021, 11:37 AM
UPDATED 19 March 2021, 17:41 PM

জয়া আহসান অভিনীত দেশের প্রথম থ্রিডি সিনেমা ‘অলাতচক্র’ আজ ১৯ মার্চ ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

প্রখ্যাত কথাসাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিকায় সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান।

এতে তায়েবা চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এই সিনেমা নির্মাণে পরিচালক অনেক শ্রম দিয়েছেন। আমার জন্য যা অনেক ভালোলাগার। এ ছাড়া, প্রখ্যাত লেখক আহমদ ছফার গল্প নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। তায়েবা চরিত্রও দুর্দান্ত একটি চরিত্র। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে  মুক্তি পেল ‘অলাতচক্র’। সবমিলিয়ে আমার অনুভূতি দারুণ।’

‘অলাতচক্র’ সিনেমার গল্পে দেখা যাবে দানিয়েল (আহমেদ রুবেল) বিপ্লবী হলেও পেশায় একজন লেখক। মুক্তিযুদ্ধ তাকে শরণার্থী হিসেবে নিয়ে যায় কলকাতায়। কিন্তু, সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিতে না পারার হতাশা, ক্যানসারের সঙ্গে লড়তে থাকা প্রেমিকা তায়েবা (জয়া আহসান), বিভিন্ন বিপ্লবী, রাজনীতিবিদদের সঙ্গে আলাপ, চাকরির খোঁজ, যুদ্ধের সময়ের সংকটের দিনগুলো উঠে এসেছে সিনেমার গল্পে।

জয়া আহসান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন- আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম, নুসরাত জাহান প্রমুখ।

সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘আলাতচক্র’।