‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার সেন্সর ছাড়পত্র স্থগিত

By স্টার অনলাইন রিপোর্ট
20 March 2021, 11:24 AM
UPDATED 20 March 2021, 17:42 PM

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটির সেন্সর ছাড়পত্র স্থগিত করেছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। এর আগে, গত ১৪ মার্চ সিনেমাটির ছাড়পত্র দেওয়া হয়েছিল।

ছাড়পত্র স্থগিতের বিষয়টি দ্য ডেইলি স্টারকে আজ শনিবার নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন।

তবে, ঠিক কী কারণে সিনেমাটির ছাড়পত্র স্থগিত করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি সেন্সরবোর্ড।

সূত্রে জানা গেছে, ঐতিহাসিক ঘটনাগুলোতে কিছু অসঙ্গতি থাকায় পুনরায় বিবেচনা করে স্থগিতাদেশ দিয়েছে সেন্সরবোর্ড।

শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন সেলিম খান। এতে অভিনয় করেছেন শান্ত খান, দীঘি, জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলুসহ অনেকে।

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সিনেমাটির মুক্তির প্রচারণা চালিয়ে আসছিল প্রযোজনা প্রতিষ্ঠান।