জন্মদিনে ভক্তদের সুখবর দিলেন রানী মুখার্জি

By স্টার অনলাইন ডেস্ক
21 March 2021, 06:11 AM
UPDATED 21 March 2021, 12:13 PM

বলিউড অভিনেত্রী রানী মুখার্জি ৪৩তম জন্মদিনে ভক্তদের জন্য সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, ফিচার ড্রামা মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমাতে অভিনয় করবেন তিনি।

আজ রবিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

সিনেমাটি পরিচালনা করবেন আশিমা হিব্বার এবং জি স্টুডিও ও এমি এন্টারটেইনমেন্ট প্রযোজনা করবে।

২০ মার্চ শনিবার একটি ইনস্টাগ্রামে রানী জানিয়েছিলেন, জন্মদিনে (২১ মার্চ) পরবর্তী সিনেমার ঘোষণা দেবেন।

এই সিনেমায় রানীকে মুখার্জি প্রধান চরিত্রে অভিনয় করবেন। যদিও গল্পের বিষয়াট গোপন রাখা হয়েছে।

কিছু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, সিনেমার গল্পটি ২০১১ সালের এক ভারতীয় দম্পতির সত্য কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

এই সিনেমা নিয়ে রানী মুখার্জি বলেন, ‘আমার জন্মদিন উদযাপনে এই গুরুত্বপূর্ণ সিনেমার ঘোষণার চেয়ে ভালো উপায় আর কিছু হতে পারে না। আমি ২৫ বছর ধরে অভিনয় করছি। সম্ভবত আমার কর্মজীবনের সবচেয়ে বিশেষ এবং গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে একটিতে স্বাক্ষর করেছি।’