মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’

By স্টার অনলাইন রিপোর্ট
21 March 2021, 08:03 AM
UPDATED 21 March 2021, 15:56 PM

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় প্রথমবারের মতো চলচ্চিত্র নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন রাফিয়াথ রশিদ মিথিলা।

ছবিতে তার বিপরীতে থাকছেন নিরব। এছাড়াও এই ছবিতে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, নওশাবা প্রমুখ।

গতকাল শনিবার রাতে ‘অমানুষ’ সিনেমায় মিথিলা চুক্তিবদ্ধ হয়েছেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।

ছবিটির বিষয়ে নিরব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ছবির গল্পটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এমন গল্পে প্রথমবার অভিনয় করবো। ছবিতে আমার বিপরীতে আছেন মিথিলা। আশা করি ভালো কিছু হবে।’

পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার এই ছবিটি ওয়েব ফিল্ম না। “অমানুষ” সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। আগামী ২৪ মার্চ থেকে ঢাকায় ছবিটির শুটিং শুরু হবে। এপ্রিলে বান্দরবানসহ আরও অনেক লোকেশন শুটিং করবো।’

এই সিনেমার টাইটেল গান গেয়েছেন তবীব মাহমুদ।