কাজী হায়াৎ আইসিইউতে
কাজী হায়াৎ। ছবি: স্টার ফাইল ফটো
খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেওয়া হয়েছে আইসিইউতে।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার তার ছেলে কাজী মারুফ বলেন, ‘বাবার অবস্থা এই ভালো, এই খারাপ হচ্ছে। আইসিইউতে নেওয়া হয়েছে। বাবার করোনায় আক্রান্ত হওয়ার কথা শুনে দ্রুত আমি আমেরিকা থেকে চলে এসেছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
গত ১১ মার্চ করোনা আক্রান্ত কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।
করোনা শনাক্তের আগ পর্যন্ত ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।