বড় ভাইকে হত্যার পর ছোট ভাইয়ের থানায় আত্মসমর্পণ

By নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর
16 April 2021, 08:54 AM
UPDATED 16 April 2021, 14:55 PM

মোটা ও চিকন চাল রান্না নিয়ে দ্বন্দ্বে পিরোজপুর সদর উপজেলায় বড় ভাইকে কুপিয়ে হত্যার পর ছোট ভাই থানায় আত্মসমর্পণ করেছে।

আজ শুক্রবার সেহেরির সময় উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের রানীপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মো. কেরামত আলী মোল্লা (৩৫) রানীপুর গ্রামের মো. আব্দুস সোবাহান মোল্লার ছেলে। নিজের বাড়ির সামনেই তার মুদি দোকান রয়েছে।

হত্যাকারী তার ছোট ভাই মোহাম্মাদ আলী (২৪) স্থানীয় মসজিদের ইমাম।

নিহতের বড় ভাই মো. বরকত আলী মোল্লা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, নিহত কেরামত আলী মোটা চালের ভাত পছন্দ করে এবং মোহাম্মাদ আলী চিকন চালের ভাত পছন্দ করে। গত রাতে বাড়িতে মোটা চাল রান্না করায় এ নিয়ে কেরামত আলী ও মোহাম্মদ আলীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে কেরামত আলীকে কোপ দেয় মোহাম্মদ আলী।

স্বজনরা দ্রুত কেরামত আলীকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এরপর সকালে মোহাম্মদ আলী থানায় হাজির হয়ে তার বড় ভাইকে হত্যার কথা স্বীকার করেন।

এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং ঘাতক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডেইলি স্টারকে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নূরুল ইসলাম বাদল।