সৌদিগামী ৫টিসহ আজ ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

By স্টার অনলাইন রিপোর্ট
17 April 2021, 06:51 AM
UPDATED 17 April 2021, 12:54 PM

বাংলাদেশে থেকে মোট সাতটি আন্তর্জাতিক ফ্লাইট আজ শনিবার বাতিল করা হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী পাঁচটি ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের দুবাইগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।

তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে অবতরণের অনুমতি না পাওয়ায় বিমান ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।

তৌহিদ-উল আহসান জানান, ফ্লাই দুবাই তাদের ফ্লাইট বাতিল করেছে যাত্রী স্বল্পতার কারণে।

আরও পড়ুন:

কারওয়ান বাজারে সড়ক আটকে সৌদিপ্রবাসীদের বিক্ষোভ