করোনা আক্রান্ত বিএনপি নেতা আমান হাসপাতালে

By ইউএনবি, ঢাকা
17 April 2021, 11:12 AM
UPDATED 17 April 2021, 17:13 PM

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শনিবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডাকসুর সাবেক ভিপি আমানকে বেলা দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয় বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার করোনা পরীক্ষা করান আমান এবং তার ফলাফল পজিটিভ এসেছে।

আমান সুস্থ আছে জানিয়ে তিনি বলেন, ‘তার কোনো বড় ধরনের জটিলতা নেই।’

আমান ১৯৯০ সালে ডাকসুর ভিপি ছিলেন এবং ঢাকা-৩ আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হন তিনি।