সাভারে ফুডপান্ডার ডেলিভারি বয়কে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১

By স্টার অনলাইন রিপোর্ট
17 April 2021, 15:35 PM
UPDATED 17 April 2021, 21:42 PM

খাবার ডেলিভারি দিতে গিয়ে মারধরের শিকার ফুডপান্ডার এক ডেলিভারি বয়ের করা মামলায় সাভারে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সাভারের থানা রোড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মারধরের শিকার আব্দুল লতিফ (২৫) আজ বিকেলে থানায় শহিদুর রহমান সুজনের নামে মামলা করেন। পরে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সুজনকে সাভারের থানা রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও জানান, শহিদুর রহমান সুজন স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের বরখাস্তকৃত ব্যক্তিগত সহকারী কর্মকর্তা।

পু‌লিশের মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স বিভাগের এআইজি মো. সো‌হেল রানার সই করা এক প্রেস নোটে বলা হয়, ওই ডেলিভারি বয়কে মারধরের ঘটনার ভিডিও কেউ একজন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ এর ইনবক্সে পাঠালে সাভার থানার ওসিকে ব্যবস্থা নিতে বলা হয়।

ভিডিওতে সাভারের বনপুকুর এলাকায় একজনকে ফুডপান্ডার ডেলিভারি বয়কে বেধড়ক মারধর করতে দেখা যায়।

সাভার থানার ওসি একজন কর্মকর্তার নেতৃত্বে একটি টিমকে এ বিষয়ে দায়িত্ব দেন। তারা প্রাথমিক তদন্তে জানতে পারে, ফুডপান্ডার ওই ডেলিভারি বয় অর্ডার করা খাবার বাসার গেটে পৌঁছে দিতে গেলে, সুজন তাকে উপরে উঠে খাবারের প্যাকেট দিয়ে আসতে বলে। লতিফ তার সাইকেল চুরি হওয়ার আশঙ্কায় বাড়ির নিচে নেমে খাবার সংগ্রহের অনুরোধ জানায়। সুজন সিঁড়ি দিয়ে নেমে এসেই তাকে মারধর করতে শুরু করে।