আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

By স্টার অনলাইন রিপোর্ট
17 April 2021, 16:12 PM
UPDATED 17 April 2021, 22:17 PM

করোনা স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে।

আজ শনিবার তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সভাপতিত্ব ও মিশন উপ-প্রধানের সঞ্চালনায় দূতাবাসের বিজয় একাত্তর মিলনায়তনে দিবসটি উদযাপন করা হয়।

শুরুতে রাষ্ট্রপতির পাঠানো বাণী পাঠ করেন রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এনডিসি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন মিশন উপ-প্রধান এবং দূতালয় প্রধান মো. রইস হাসান সরোয়ার।

এরপর বাংলাদেশ প্রতিষ্ঠায় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’-এর গুরুত্বের ওপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টরি প্রদর্শিত হয়।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য শহীদ সদস্য, জাতীয় চার নেতা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানের শেষের দিকে রাষ্ট্রদূত স্বাধীনতা যুদ্ধচলাকালে মুজিবনগর সরকারের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন ও বাংলাদেশের অভ্যুদয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক পটভূমি, প্রেক্ষাপট ও স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব তুলে ধরেন। স্বাধীনতার চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচারু নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের সুপারিশ অর্জন করেছে।