করোনায় মারা গেলেন অভিনেতা এস এম মহসীন

By স্টার অনলাইন রিপোর্ট
18 April 2021, 04:43 AM
UPDATED 18 April 2021, 10:45 AM

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন।

আজ রোববার সকাল ৯টায় তিনি মারা গেছেন।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু দ্য ডেইলি স্টার অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হওয়ার পর মহসীনকে প্রথমে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইমপালস হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে বারডেম হাসপাতালে নেওয়া হয়েছিল।

মঞ্চ ও টেলিভিশন অভিনেতা এস এম মহসীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক ও জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরীর ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন এস এম মহসীন। ‘পদক্ষেপ’র মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন।

২০১৮ সালে তিনি বাংলা একাডেমির সম্মানিত ফেলো হন। তিনি শিল্পকলা পদক পেয়েছেন৷

অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২০ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।