হেফাজত নেতা মামুনুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

By স্টার অনলাইন রিপোর্ট
19 April 2021, 04:37 AM
UPDATED 19 April 2021, 10:42 AM

মোহাম্মদপুর থানায় গত বছর দায়ের করা একটি মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘মামুনুল হককে আজ সোমবার সকালে আদালতে নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সাত দিনের রিমান্ড আবেদন করব আদালতের কাছে।’

তেজগাঁও বিভাগ পুলিশ ও ডিএমপির গোয়েন্দা শাখার একটি যৌথ দল গতকাল বিকালে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে।

২০২০ সালের মার্চে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনের কর্মীদের ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তাকে গ্রেপ্তারের পর ডিএমপির ডেপুটি কমিশনার (তেজগাঁও বিভাগ) হারুন-অর-রশিদ বলেন, মামুনুল হক এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে তারা প্রমাণ পেয়েছেন।

তিনি আরও বলেন, ‘এ ছাড়া পল্টন থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা সেগুলোর তথ্য নিচ্ছি, পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

 

আরও পড়ুন:

সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে: পুলিশ

হেফাজত নেতা মামুনুল গ্রেপ্তার

২৬ মার্চের সহিংসতা: হেফাজত নেতা মামুনুল হকের নামে মামলা

বাবুনগরী-মামুনুলসহ হেফাজতের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির

সোনারগাঁও থানায় মামলা: হেফাজতের ৪ নেতা গ্রেপ্তার