হৃদরোগে অর্থমন্ত্রীর জামাতার মৃত্যু

By স্টার অনলাইন রিপোর্ট
19 April 2021, 05:31 AM
UPDATED 19 April 2021, 11:32 AM

লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন মারা গেছেন।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন, গত শুক্রবার লন্ডনে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. দিলশাদ হোসেন শেষনিশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘মরহুমের পরিবার ও অর্থমন্ত্রীর পরিবার মো. দিলশাদ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের স্থানীয় নিময়কানুন মেনে মরহুমের মরদেহ ঢাকায় এনে দাফন করার বিষয়ে তার পরিবার ব্যবস্থা গ্রহণ করছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।