মুন্সিগঞ্জে গাড়ি চাপায় শিশু নিহত

By নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ
19 April 2021, 08:39 AM
UPDATED 19 April 2021, 14:41 PM

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় গাড়ি চাপায় মো. লাবলু শেখ নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাবা সোহেল মিয়াঁ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এলাকা থেকে শ্রীনগরে এসেছেন এবং সেখানে অটোরিকশা চালান। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পাগলিবাড়ি এলাকা ভাড়া বাসায় সপরিবারে বসবাস করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অজ্ঞাত গাড়ি চাপায় গুরুতর আহত শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে বলেন। এরপর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শিশুটির মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা কুড়িগ্রামে যাচ্ছেন।’