গরু বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে যুবকের মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, পাবনা
19 April 2021, 11:11 AM
UPDATED 19 April 2021, 17:15 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জে আগুন থেকে গরু বাঁচাতে গিয়ে গোয়াল ঘরে দগ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। ঝুঁকি নিয়ে একটি গরুকে উদ্ধার করা সম্ভব হলেও অন্য গরুটির সঙ্গে ওই যুবক পুড়ে মারা যান।

আজ সোমবার ভোরে রায়গঞ্জের সলংগা থানার ফেউকান্দি গ্রামের নজরুল ইসলামের গোয়াল ঘরে এই দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নাদির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নজরুলের গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের দেখে নজরুল গোয়ালের গরুদুটি বাঁচাতে ছুটে যান। একটি গরু বাইরে আনতে পারলেও অন্য গরুর দড়ি খুলতে গিয়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নজরুলের পিতা নুরুল ইসলামও দগ্ধ হয়েছেন। মারা গেছে ঘরের সেই গরুটিও।’

তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।