বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ২

By নিজস্ব সংবাদদাতা, বান্দরবান
19 April 2021, 13:29 PM
UPDATED 19 April 2021, 21:04 PM

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী পোস্টের অভিযোগে বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুই মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দু’জন হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার অলি আহমেদ (৩০) ও হামিদুর রহমান (২৯)।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হামিদুর রহমানের বিরুদ্ধে বাইশাড়ি পুলিশ ফাঁড়ির এক পরিদর্শক আজ সকালে এবং অলি আহমেদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ির স্থানীয় এক ব্যক্তি গতকাল রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে অলি আহমদকে গতকাল রাত ২টার দিকে এবং হামিদুর রহমানকে আজ সকাল ৯টার দিকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ‘গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়ে আসছিল। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও কটূক্তিও করেছিল।’

ওসি জানান, হামিদুর রহমান হেফাজতে ইসলামের সমর্থক এবং অলি আহমেদ শিবিরের কর্মী।

এদিকে, ফেসবুকে লকডাউনবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে গত শনিবার বান্দরবান শহরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।