নায়ক জিৎ করোনায় আক্রান্ত

By স্টার অনলাইন রিপোর্ট
20 April 2021, 09:30 AM
UPDATED 20 April 2021, 15:35 PM

করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ।

আজ মঙ্গলবার আক্রান্ত হওয়ার সংবাদ তিনি নিজেই টুইটারে জানিয়েছেন।

টুইটারে জিৎ লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, আমি করোনা পজিটিভ। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনেই নিজের খেয়াল রাখছি। গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাবধানে থাকবেন। শিগগিরই দেখা হবে।’

২০২০ সালে ‘বাজি’ ছবির শুটিং করতে লন্ডনে গিয়েছিলেন জিৎ ও মিমি চক্রবর্তী। করোনা মহামারির কারণে মাঝপথে শুটিং থামিয়ে ফিরে আসতে হয়েছিল তাদের। পরে কলকাতায় শুটিং করেছিলেন।

গত ১৫ এপ্রিল ‘বাজি’র একটি গান প্রকাশিত হয়েছে।