সালথায় সহিংসতার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর
20 April 2021, 13:27 PM
UPDATED 20 April 2021, 19:33 PM

ফরিদপুরের সালথায় গত ৫ এপ্রিল রাতে সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সালথায় সরকারি অফিসে তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার সাত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে ওয়াহিদুজ্জামানের নাম আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এসপি জানান, ওয়াহিদুজ্জামানের ১০ দিনের রিমান্ড চেয়ে আজ বিকালে তাকে জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়েছে।

সরকার ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে গত ৫ এপ্রিল রাতে সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে তাণ্ডবের ঘটনায় মোট সাতটি মামলা হয়েছে। এসব মামলায় মোট ৩৬৪ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে আরও চার হাজার।

মামলায় গতকাল পর্যন্ত ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৯৫ জনকে আদালতে হাজির করা হয়েছে। বাকি চার আসামির মধ্যে দুজন গুলিতে নিহত হয়েছেন এবং অপর দুজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহিদুজ্জামান ২০১৪ সালে বিএনপির সমর্থন নিয়ে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৫ সালের ১৯ আগস্ট তিনি আওয়ামী লীগে যোগ দেন।

আরও পড়ুন:

সালথায় সহিংসতা: এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি

সালথায় সহিংসতা: অজ্ঞাতনামা ৪ হাজার আসামি