ব‌রিশা‌ল মহানগর ছাত্রলীগ সভাপ‌তির বিরু‌দ্ধে ধর্ষণের অভিযোগ

By নিজস্ব সংবাদদাতা, বরিশাল
20 April 2021, 15:27 PM
UPDATED 20 April 2021, 21:54 PM

ব‌রিশাল মহানগর ছাত্রলী‌গের সভাপ‌তি জসীম উদ্দি‌নের বিরু‌দ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। 

সোমবার রা‌তে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের এয়ার‌পোর্ট থানায় অ‌ভি‌যোগ এবং মামলা রুজুর আ‌বেদন ক‌রেন ওই নারী। 

ব‌রিশাল এয়ার‌পোর্ট থানার ও‌সি কম‌লেশ চন্দ্র হালদার দ্য ডেইলি স্টারবে ব‌লেন, আমরা অভি‌যোগ পেয়েছি। অভিযোগের প্রাথমিক তদন্ত চলছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মামলার অ‌ভি‌যো‌গে ওই নারী উল্লেখ করেন, ২০১৯ সাল থেকে একাধিক বার ছাত্রলীগ সভাপ‌তি জসীম তাকে ধর্ষণ করেন।

অভিযোগের বিষ‌য়ে জান‌তে জসীম উ‌দ্দিন‌কে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হ‌লেও তার ফোন‌ বন্ধ পাওয়া যায়।