চট্টগ্রামে নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

By নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম
21 April 2021, 04:27 AM
UPDATED 21 April 2021, 10:32 AM

ধর্মীয় অনুভূতিতে উসকানি দেওয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ আবদুর রউফ।

মামলার বরাত দিয়ে তিনি জানান, মুসলমান নেতাকর্মীদের ধর্মীয় অনুভূতিতে উসকানি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মানহানিকর, আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য দেওয়া অভিযোগ এনে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিছির বাদী হয়ে নূরের বিরুদ্ধে মামলাটি করেছেন।

এর আগে, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে গত ১৮ এপ্রিল রাজধানীর শাহবাগ ও পল্টন থানায় নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন:

নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও এক মামলা

নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা