মোহাম্মদপুর থেকে হেফাজত নেতা আতাউল্লাহ আমিন গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট
21 April 2021, 06:15 AM
UPDATED 21 April 2021, 12:18 PM

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ আমিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বুধবার সকালে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোররাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হবে।

আতাউল্লাহ আমিন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম সাধারণ সম্পাদক। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, সম্প্রতি হেফাজতের তাণ্ডবের পরে গ্রেপ্তার শুরু হওয়ার পর থেকে আমিন ওই মাদ্রাসায় অবস্থান করছিলেন। ২০১৩ সালের হেফাজতের সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতায় আতাউল্লাহ আমিনের ভূমিকা কী ছিল সেটা তদন্ত করা হচ্ছে।