দুঃস্বপ্ন

By স্টার অনলাইন রিপোর্ট
22 April 2021, 04:48 AM
UPDATED 22 April 2021, 10:51 AM

প্রখর রোদ, উত্তপ্ত প্রকৃতি। করোনা আক্রান্ত স্বজনকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক ভবন থেকে আরেক ভবনে ছোটাছুটি। ছবির এই চিত্র ব্যতিক্রম কিছু নয়। প্রতিদিনের স্বাভাবিক দৃশ্য। অসহায় মানুষের এই দুঃস্বপ্নের শেষ কোথায়, তা আপাতত অজানা।

ছবি: রাশেদ সুমন