মৃত্যু ৩৪ লাখ ৯৩ হাজার, আক্রান্ত ১৬ কোটি ৮১ লাখ

By স্টার অনলাইন ডেস্ক
27 May 2021, 02:13 AM
UPDATED 27 May 2021, 08:14 AM

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। বিশ্বে ইতোমধ্যে করোনায় মারা গেছেন প্রায় ৩৫ লাখ এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৮১ লাখের বেশি মানুষ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৫০ জন এবং মারা গেছেন ৩৪ লাখ ৯৩ হাজার ৭০৪ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩১ লাখ ৮৯ হাজার ৮৫৫ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৯১ হাজার ৯৪১ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন দুই কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ১১ হাজার ৩৮৮ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৯৫ জন এবং মারা গেছেন চার লাখ ৫৪ হাজার ৪২৯ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ১৭৩ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৩৪ ডোজ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত সাত লাখ ৯৩ হাজার ৬৯৩ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন মারা গেছেন ১২ হাজার ৪৫৮ জন।