শেষ ওভারের উত্তেজনায় জিতল সাকিবের মোহামেডান

By ক্রীড়া প্রতিবেদক
31 May 2021, 11:04 AM
UPDATED 31 May 2021, 17:43 PM

তরুণদের নিয়ে গড়া শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে শুরু থেকেই চেপে ধরল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে বল হাতে বড় অবদান অধিনায়ক সাকিব আল হাসানের। পরে রান তাড়ায় গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে নেমে ব্যাট হাতেও দলের চাহিদা মেটালেন তিনি। তবে শাইনপুকুর নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোয় ম্যাচ ফয়সালা হলো শেষ ওভারের রোমাঞ্চে।

সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে শাইনপুকুর করেছিল কেবল ১২৬ রান। ১ বল হাতে রেখে ওই রান টপকে মোহামেডান জিতেছে ৩ উইকেটে।

বোলিংয়ে ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন সাকিব। ব্যাটিংয়ে করেন ২২ বলে ২৯ রান।

১২৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই অভিষেক মিত্রকে হারায় মোহামেডান। এরপর শামসুর রহমান শুভর সঙ্গে জমে ওঠে পারভেজ হোসেন ইমনের জুটি।

Shakib Al Hasan

৫৪ রানের জুটির পর ৩৩ বলে ৩৯ করে ফেরেন ইমন। এরপর শুভকে নিয়ে এগোতে থাকেন সাকিব। ২৯ রানের জুটির পর ২৪ করে আউট হন শুভ।

নাদিফ চৌধুরীকে একপাশে রেখে দ্রুত রান আনতে থাকেন সাকিব। ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ করে পরে তানবির ইসলামের বাঁহাতি স্পিনে ক্যাচ দেন সাকিব।

দলের জয় তখন একদম নাগালে থাকলেও টানা উইকেট হারাতে থাকে মোহামেডান। নাদিফ, শুভাগত হোমরা ফিরে গেলে শঙ্কা জেগেছিল হারের। শেষ ওভারে ম্যাচ জিততে দরকার ছিল ৬ রান। ১ বল আগে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন আবু হায়দার রনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকে শাইনপুকুর। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাব্বির হোসেন ব্যাট করেন ধীর গতিতে। শুরুতে তাই প্রত্যাশিত রান আসেনি। পরে মাহিদুল ইসলাম অঙ্কন (১৭ বলে ২০) আর সুমন খান (১১ বলে ২৩) করলে কিছুটা লড়াইয়ের ভিত পায় শাইনপুকুর।