কী আছে কিশোরের মেডিকেল রিপোর্টে?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম
7 June 2021, 17:58 PM
UPDATED 8 June 2021, 00:02 AM

দীর্ঘ ১০ মাস কারাগারে থাকার পর গত ৪ মার্চ মুক্তি পান কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর তার ওপর চলা ভয়াবহ নির্যাতনের কথা মুক্তি পাওয়ার পরই জানিয়েছিলেন তিনি। তার দাবি যাচাই করতে আদালতের নির্দেশে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। কী আছে মেডিকেল বোর্ডের সেই রিপোর্টে?

কিশোর মুক্তি পাওয়ার পরপরই দ্য ডেইলি স্টারের সাংবাদিক জায়মা ইসলাম তার সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে ফিরে জায়মা তার অভিজ্ঞতার কথা জানান স্টার মাল্টিমিডিয়াকে।

মেডিকেল বোর্ডের রিপোর্ট ও কিশোরের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন জায়মা ইসলাম।