ছিটকে গেলেন উইলিয়ামসন

By স্পোর্টস ডেস্ক
9 June 2021, 14:38 PM
UPDATED 9 June 2021, 20:43 PM

কনুইয়ের চোটে শঙ্কায় পড়ে গিয়েছিলেন। সেই শঙ্কাই সত্যি হলো। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গেলেন কেইন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, বাঁহাতের কনুইয়ের চোটে এজবাস্টন টেস্ট খেলছেন না উইলিয়ামসন। তার বদলে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। উইলিয়ামসনের বদলে তিন নম্বরে ব্যাট করবেন উইল ইয়ং।

১০ জুন থেকে এজবাস্টনে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কিউইদের প্রধান কোচ গ্যারি স্টেড জানান, উইলিয়ামসনকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া দলের জন্য ছিল ভীষণ কঠিন,  ‘কেইনকে বাইরে রাখার সিদ্ধান্ত সহজ ছিল না। সে কনুইতে একটা ইনজেকশন নিয়ে ব্যাট করছিল। পুনর্বাসনের জন্য তার বিশ্রাম দরকার।’

উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়ার পেছনে কাজ করেছে আরেক চিন্তা। ১৮ জুন থেকে ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে। বড় এই ম্যাচে তরতাজা উইলিয়ামসনকে পেতে চায় নিউজিল্যান্ড, ‘এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা মাথায় রাখা হয়েছে।’

এজবাস্টন টেস্ট থেকে এর আগে ছিটকে গেছেন স্পিনার মিচেল স্ট্যান্টনার। তবে দলে ফিরেছেন পেসার ট্রেন্ট বোল্ট।