খেলার মাঝেই হঠাৎ ঢলে পড়লেন এরিকসেন, ইউরোর ম্যাচ স্থগিত

By স্পোর্টস ডেস্ক
12 June 2021, 17:12 PM
UPDATED 13 June 2021, 01:21 AM

ইউরো চ্যাম্পিয়নশিপের ডেনমার্ক-ফিনল্যান্ডের ম্যাচ চলছিল। গোলশূন্যভাবে এগুনো ম্যাচ ছিল প্রথমার্ধের শেষ দিকে। তখনই ঘটে আকস্মিক হৃদয়বিদারক ঘটনা। আচমকা মাটিতে লুটিয়ে পড়েন ডেনিশ ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন।

শনিবার রাতে কোপেনহেগেনে ‘বি’ গ্রুপে ম্যাচে এরিকসেন মাটিতে লুটিয়ে পড়ায় দ্রুতই  ছুটে আসেন তার সতীর্থরা। প্রতিপক্ষ ফিনল্যান্ডের খেলোয়াড়রাও জড়ো হয়ে যান। ছুটে আসেন মেডিকেল স্টাফরা। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

অবস্থা খারাপ হতে থাকায় অক্সিজেন মাস্ক পরিয়ে এরিকসেনকে নেওয়া হয়েছে হাসপাতালে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

মাঝপথে স্থগিত করে দেওয়া হয়েছে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ। উয়েফা টুইট করে জানিয়েছে, ইন্টার মিলানের এই তারকার অবস্থা হাসপাতালে নেওয়ার পর স্থিতিশীল রয়েছে। দুই দল ও ম্যাচ অফিসিয়ালদের নিয়ে জরুরি সভাও আহবান করা হয়েছে।

বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘ডেনমার্কের খেলোয়াড় ক্রিস্টিয়ান এরিকসেনের জরুরি মেডিকেল অবস্থার পর উভয় দল ও ম্যাচের কর্মকর্তাদের সঙ্গে একটি সংকটকালীন সভা অনুষ্ঠিত হয়েছে। এ প্রসঙ্গে আরও তথ্য (বাংলাদেশ সময় অনুযায়ী) ১১টা ৪৫ মিনিটে জানানো হবে। খেলোয়াড়টিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।’

এর আগে এরিকসেনের এমন ঢলে পড়ার ঘটনায় স্তব্ধ হয়ে যান ম্যাচ অফিসিয়াল, খেলোয়াড় সকলে। খেলা দেখতে আসা দর্শকদের অনেককে কাঁদতে দেখা যায়। টুইটারে এরিকসেনের জন্য প্রার্থণার আহবান করছেন ভক্ত, সমর্থকরা।