ফজলে রাব্বির ম্যাচ জেতানো ফিফটি

By ক্রীড়া প্রতিবেদক
13 June 2021, 06:51 AM
UPDATED 13 June 2021, 12:54 PM

ফরহাদ রেজা, এনামুল হক জুনিয়রদের আঁটসাঁট বোলিংয়ে অল্প রানেই পারটেক্স স্পোর্টিং ক্লাবকে আটকে রেখেছিলে প্রাইম দোলেশ্বর। পরে রান তাড়ায় শুরুতে বিপদে পড়া দলকে উদ্ধার করলেন ফজলে মাহমুদ রাব্বি। দারুণ এক ফিফটিতে ম্যাচ জেতানোর নায়কও তিনি। 

মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে ৪  বল বাকি থাকতে পারটেক্সকে ৫ উইকেটে হারিয়েছে দোলেশ্বর। ৯ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে তারা। সমান ম্যাচ সবগুলো হেরে তলানিতে পারটেক্স।

রোববার সকালের ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান করেছিল পারটেক্স। ওই রান টপকাতে গিয়ে শুরুর ধাক্কার পর ফজলে রাব্বির ৫৭ বলে ৭১ রানের ইনিংসে ম্যাচ জিতেছে তারা।

১৩৫ রান তাড়ায় নেমে ১ রানেই ২ উইকেট হারিয়ে বসে দোলেশ্বর। এরপর সাইফ হাসানকে নিয়ে ঘুরে দাঁড়ানো শুরু ফজলে রাব্বির। তৃতীয় উইকেট জুটিতে দুজনে আনেন ৭০ রান। তাতেই ম্যাচ সহজ হয়ে যায়।

২৬ বলে ২০ রান করা সাইফের আউটের পর মার্শাল আইয়ুবকে নিয়ে এগুতে থাকেন ফজলে রাব্বি। ১৬ রান করে মার্শাল ফিরলেও বিপদ বাড়েনি। ৭ চার, ৩ ছক্কায় ৭১ করে রাব্বিও ফিরেছেন জেতার আগে। তবে দল তখন জয়ের একদম দুয়ারে।

শামীম হোসেন পাটোয়ারি ক্রিজে থাকায় সেই কাজটা হয়ে যায় দ্রুতই।

এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে আগ্রাসী ওপেনার আব্বাস মূসাকে শুরুতেই হারায় পারটেক্স। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও একশোর আগেই পড়ে যায় ৫ উইকেট।  এরপর হাসানুজ্জামানের ৪৪, মইন খানের ৩৩ রানে আসে কিছুটা লড়াইয়ের পুঁজি। মন্থর উইকেটেও তবে তা যে যথেষ্ট ছিল না পরে দেখিয়েছেন ফজলে রাব্বি।